শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
অগ্নিশিখা প্রতিবেদকঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নতুন বাংলাদেশ গঠনে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।তিনি বলেন, বন সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় সব ভালো উদ্যোগ শুরু করে রেখে যেতে চাই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তরুণদের যুক্ত হতে হবে। কারণ পরিবেশ রক্ষায় যুবসমাজের ভূমিকা অপরিসীম।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর পানিভবনে আয়োজিত ‘নতুন বাংলাদেশে পরিবেশ, জলবায়ু ও রাজনীতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক কমিটির আয়োজনে রাজধানীর পান্থপথের পানি ভবনে এই সেমিনারের আয়োজন করা হয়।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘জলবায়ু পরিবর্তন হলে বাংলাদেশের এক তৃতীয়াংশ চলে যাবে সমুদ্রের নিচে। বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের থেকে এক মিটারের মধ্যে যেসব এলাকা আছে, তা ডুবে যাবে। উপকূলীয় জেলাগুলো টিকবে কিনা, তা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন।’ উপকূলীয় জেলার মধ্যে সেন্টমার্টিন, কুয়াকাটা, মোংলা, খুলনা, সাতক্ষীরার কথা উল্লেখ করেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আগ্নেয়গিরি ছাড়া পরিবেশের জন্য ক্ষতিকর সবকিছু বাংলাদেশে রয়েছে। আমাকে কত বছর সময় দেবেন এই জঞ্জাল সমাধান করতে? ৫৩ বছরের জঞ্জাল চাইলেই তো সমাধান করা যায় না।’
জাহাজ ভাঙার বিষয়ে তিনি বলেন, ‘উন্নত বিশ্ব জানে এগুলোর নেতিবাচক দিক। তাই ওরা আমাদের দেশে পাঠায়।
সেন্টমার্টিন প্রসঙ্গে তিনি বলেন, ‘থাইল্যান্ডে শুধু এ বছর ১১টা প্রবাল আছে, এমন দ্বীপে পর্যটন বন্ধ করে দিয়েছে। কারণ প্রবাল থেকে এলজিন সরে যাচ্ছে। বাংলাদেশে ৪৫ শতাংশ সরে গেছে। তারা বন্ধ করে দিয়েছে, আমরা বন্ধ করিনি। আমরা বলেছি, নভেম্বর-ডিসেম্বর যেতে পারবে। দুই হাজার করে লোক যেতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, এটাও যেতে পারে না। সরকার এই সুযোগটা দিয়েছে ওখানকার মানুষের দিকটা বিবেচনা করে। যদি সেন্টমার্টিন ডুবে যায়, তখন ওখানকার বাসিন্দাদের কী হবে?’
নদী দখলমুক্ত করতে এবং টেকসই উন্নয়নের বিষয়ে প্রস্তাবনা দিতে নদী আছে এমন জেলার জেলা প্রশাসককে মন্ত্রণালয় থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘গত দুই মাসে ৫৭টা জেলা থেকে প্রস্তাব এসেছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, জাতীয় নাগরিক কমিটির আরিফুল ইসলাম আদিব প্রমুখ।