১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার
- Update Time : 12:14:34 pm, Wednesday, 6 November 2024
- / 213 Time View
অগ্নিশিখা প্রতিবেদকঃ আমন মৌসুমে সাড়ে তিন লাখ টন ধান, সাড়ে পাঁচ লাখ টন সেদ্ধ চাল ও এক লাখ টন আতপ চাল সংগ্রহ করবে সরকার। ধান চাল সংগ্রহ কার্যক্রমে প্রতি কেজি ধান ৩৩ টাকা, সেদ্ধ চাল ৪৭ টাকা ও আতপ চাল ৪৬ টাকা কেজি নির্ধারণ করেছে সরকার।
বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান খাদ্য সচিব মো. মাসুদুল হাসান।
সভায় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি ও আসন্ন আমন সংগ্রহের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
খাদ্য সচিব বলেন, আগামী আমন সংগ্রহ মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, সিদ্ধ চাল ৪৭ টাকা কেজি দরে ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।
তিনি বলেন, ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। আর আতপ চাল ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে ২০২৫ সালের ১০ মার্চ পর্যন্ত সংগ্রহ করা হবে।
খাদ্যসচিব বলেন, অভ্যন্তরীণ বাজার ছাড়াও চাহিদা ঠিক রাখতে আমদানি করা হবে ৫ লাখ মেট্রিক টন চাল। এরমধ্যে দুই লাখ মেট্রিক টন কেনা হবে সরকারি মাধ্যমে।
উল্লেখ্য, গত বোরো মৌসুমে প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা। আর ২০২৩ সালে ধান-চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা।
















