ভিসা জটিলতায় টাইগার দুই ক্রিকেটার
- Update Time : 10:45:58 am, Monday, 4 November 2024
- / 195 Time View
ক্রীড়া ডেস্কঃ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের ক্ষত শুকাতে না শুকাতেই এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। ইতোমধ্যেই স্কোয়াডের ১৫ সদস্যের মধ্যে ১৩ জন পৌঁছেছে আরব আমিরাতে, তবে দুইজন আটকা পড়েছেন ভিসা জটিলতায়।
স্পিনার নাসুম আহমেদ ও পেসার নাহিদ রানার আমিরাত যাত্রা থমকে গেছে। মূলত ভিসা জটিলতার কারণে এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি এই দুই ক্রিকেটার। অবশ্য একটি সংবাদমাধ্যমে রানা জানিয়েছেন আজই ভিসা কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে।
এর আগে গতকাল সন্ধ্যায় শেষ ভাগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন ক্রিকেটাররা। সকল কোচিং স্টাফরাও অবশ্য আরব আমিরাতে পৌঁছেছেন।
এদিকে আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

















