আমিনুল হকের নেতৃত্বে ঢাকা উত্তর বিএনপির কমিটি
- Update Time : 11:03:03 am, Monday, 4 November 2024
- / 190 Time View
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে দলটি।
সোমবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক। এদের মধ্যে আব্দুর রাজ্জাক কমিটির দপ্তরের দায়িত্ব পালন করবেন।
আমিনুল হক দেশের ফুটবল তথা ক্রীড়া অঙ্গনের এক উজ্জ্বল নাম। তার নেতৃত্বেই সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ফুটবল থেকে অবসরের পর বিএনপিতে যোগ দেন তিনি। দলটিতে ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পান আমিনুল হক। পরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন তিনি।
























