Dhaka 4:10 pm, Saturday, 20 December 2025

স্বাস্থ্য খাত হবে সার্ভিস ওরিয়েন্টেড, ডাক্তারদের নো পার্সেন্টেজ

Reporter Name
  • Update Time : 06:31:20 am, Sunday, 3 November 2024
  • / 196 Time View
২৭

অগ্নিশিখা প্রতিবেদকঃ স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেছেন, হাসপাতালের ডাক্তারদের পার্সেন্টেজ দেওয়া যাবে না। টাকা দিয়ে ওষুধ লেখানো শরীয়তে হারাম। সুতরাং নো পার্সেন্টেজ। স্বাস্থ্য খাত হবে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, বিজনেস ওরিয়েন্টেড হতে পারবে না। স্বাস্থ্যসেবায় অধিক মুনাফা করা যাবে না।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. তাহের।

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, হাসপাতালের ডাক্তারদের পার্সেন্টেজ দেওয়া যাবে না। টাকা দিয়ে ওষুধ লেখানো শরীয়তে হারাম। সুতরাং নো পার্সেন্টেজ। স্বাস্থ্য খাত হবে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, বিজনেস ওরিয়েন্টেড হতে পারবে না। স্বাস্থ্যসেবায় অধিক মুনাফা করা যাবে না। মানুষকে চিকিৎসা করানোর সুযোগ আল্লাহর পক্ষ থেকে বিরাট নেয়ামত। হাসপাতালের ডাক্তারদের পার্সেন্টেজ দেওয়া যাবে না। টাকা দিয়ে ওষুধ লেখানো এটা শরীয়তে হারাম। সুতরাং নো পার্সেন্টেজ।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, মানুষের যে মানবিক সত্তা বা ইসলাম যে বিধান দিয়েছে তা যদি কেউ অনুসরণ করে তার মানসিক স্বাস্থ্য ভালো থাকে। মনকে আল্লাহ যেভাবে চান সেভাবে যদি পরিচালিত করে তবে ব্যক্তির শারীরিক স্বাস্থ্যও ভালো থাকে। ইসলামের বিধিবিধান যদি আমরা ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মেনে চলতে পারি তবে অন্যান্য দিকের মতো স্বাস্থ্যগত দিক থেকেও আমরা সুস্থ থাকতে পারি।

তিনি বলেন, সমাজ বিনির্মাণে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কোরআনে গাইডলাইন আছে। মানসিক ও শারীরিক সুস্থতার জন্য বড় গাইডলাইন হচ্ছে আল কোরআন। পুরো কোরআন আর রাসুলের জীবনী মানলে তার অসুস্থতার সুযোগ নেই। আমাদের দুর্ভাগ্য ৯০ ভাগ মুসলমানের দেশে এ বিষয়টা পরিষ্কার নয়। তিনি চিকিৎসকদেরও সচেতন হতে বলেন। হালাল এবং হারাম মেনে সবাইকে জীবন যাপন করতে বলেন।

ঢাকা মহানগর দক্ষিণের আমির বলেন, একজন মানুষকে মানবিকতাবোধ সম্পন্ন হতে হবে। চিকিৎসা খাতকে দুর্নীতি থেকে বাঁচাতে সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে আহ্বান জানান তিনি।

ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন মিঝির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক পিএইচডি গবেষক আবুল হাসনাত মো. মোরতাজা।

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. হাফেজ এ বি এম হিজবুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক শিশুরোগ বিভাগ ডা. মো. আতিয়ার রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

স্বাস্থ্য খাত হবে সার্ভিস ওরিয়েন্টেড, ডাক্তারদের নো পার্সেন্টেজ

Update Time : 06:31:20 am, Sunday, 3 November 2024
২৭

অগ্নিশিখা প্রতিবেদকঃ স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেছেন, হাসপাতালের ডাক্তারদের পার্সেন্টেজ দেওয়া যাবে না। টাকা দিয়ে ওষুধ লেখানো শরীয়তে হারাম। সুতরাং নো পার্সেন্টেজ। স্বাস্থ্য খাত হবে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, বিজনেস ওরিয়েন্টেড হতে পারবে না। স্বাস্থ্যসেবায় অধিক মুনাফা করা যাবে না।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. তাহের।

ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, হাসপাতালের ডাক্তারদের পার্সেন্টেজ দেওয়া যাবে না। টাকা দিয়ে ওষুধ লেখানো শরীয়তে হারাম। সুতরাং নো পার্সেন্টেজ। স্বাস্থ্য খাত হবে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, বিজনেস ওরিয়েন্টেড হতে পারবে না। স্বাস্থ্যসেবায় অধিক মুনাফা করা যাবে না। মানুষকে চিকিৎসা করানোর সুযোগ আল্লাহর পক্ষ থেকে বিরাট নেয়ামত। হাসপাতালের ডাক্তারদের পার্সেন্টেজ দেওয়া যাবে না। টাকা দিয়ে ওষুধ লেখানো এটা শরীয়তে হারাম। সুতরাং নো পার্সেন্টেজ।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, মানুষের যে মানবিক সত্তা বা ইসলাম যে বিধান দিয়েছে তা যদি কেউ অনুসরণ করে তার মানসিক স্বাস্থ্য ভালো থাকে। মনকে আল্লাহ যেভাবে চান সেভাবে যদি পরিচালিত করে তবে ব্যক্তির শারীরিক স্বাস্থ্যও ভালো থাকে। ইসলামের বিধিবিধান যদি আমরা ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মেনে চলতে পারি তবে অন্যান্য দিকের মতো স্বাস্থ্যগত দিক থেকেও আমরা সুস্থ থাকতে পারি।

তিনি বলেন, সমাজ বিনির্মাণে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কোরআনে গাইডলাইন আছে। মানসিক ও শারীরিক সুস্থতার জন্য বড় গাইডলাইন হচ্ছে আল কোরআন। পুরো কোরআন আর রাসুলের জীবনী মানলে তার অসুস্থতার সুযোগ নেই। আমাদের দুর্ভাগ্য ৯০ ভাগ মুসলমানের দেশে এ বিষয়টা পরিষ্কার নয়। তিনি চিকিৎসকদেরও সচেতন হতে বলেন। হালাল এবং হারাম মেনে সবাইকে জীবন যাপন করতে বলেন।

ঢাকা মহানগর দক্ষিণের আমির বলেন, একজন মানুষকে মানবিকতাবোধ সম্পন্ন হতে হবে। চিকিৎসা খাতকে দুর্নীতি থেকে বাঁচাতে সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে আহ্বান জানান তিনি।

ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন মিঝির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিয়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক পিএইচডি গবেষক আবুল হাসনাত মো. মোরতাজা।

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. হাফেজ এ বি এম হিজবুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক শিশুরোগ বিভাগ ডা. মো. আতিয়ার রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান প্রমুখ।