বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের যে বার্তা
- Update Time : 06:21:27 am, Sunday, 3 November 2024
- / 198 Time View
অগ্নিশিখা ডেস্কঃ আগামী পাঁচদিনের মধ্যে সারাদেশের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৩ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এর দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
কয়েক মাস ধরে সারা দেশে বৃষ্টি ও ভারি বর্ষণ শেষে সম্প্রতি বিদায় নিয়েছে বৃষ্টি। সেইসঙ্গে কমেছে তীব্র গরমও।
এ পরিস্থিতিতে রোববার আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আজ দিন ও রাতে দেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস না থাকলেও এ সময় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তবে আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরের ২৪ ঘণ্টা ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দুদিন দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে বাগেরহাটের মোংলায় শনিবার (২ নভেম্বর) দেশের সর্বোচ্চ ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ রোববার দেশের সর্বনিম্ন ২০.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
আবহাওয়া অফিস বলছে, আজ থেকে আগামী মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল পর্যন্ত সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে মঙ্গলবার দিনের তাপমাত্রা সামন্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।এ ছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, তাপমাত্রা আরও কমতে পারে।




















