সোমবার, ০৭ Jul ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

সর্বশেষ :
সরাইলে ময়না নামের ৯ বছরের শিশুর রক্তাক্ত লাশ মসজিদের দ্বিতীয়তলা থেকে উদ্ধার হযরত শাহজালাল বমিান বন্দর শৃংখলা রক্ষায় রক্ষাকারী বাহনিীর ভুমকিায় জনমনে সন্তোষ মাদক সেবনকারী ও মাদক বিক্রেতা যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ আড়াইহাজারে হাতুড়ি দিয়ে পিটিয়ে ছেলে বাবা কে হত্যা করে    প্রবাসীর বাড়ির উঠানে বাথরুম তোলার হুমকি পুলিশের কাশিমপুর ভূমি কর্মকর্তা ১নং খতিয়ানের খাস ভূমি নিয়ে কোটি টাকার বাণিজ্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী ফজল বেপরোয়া গ্রেপ্তারের দাবী এলাকাবাসীর কুমুদিনী বাগানের বিদ্যুৎ চোর থেকে গ্যাস চোর সেচ্ছাসেবক দলের নেতা মাউরা দুলাল নারায়ণগঞ্জের বন্দর থানায় ১৮ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা

কার সঙ্গে দীপাবলি কাটালেন নীলাঞ্জনা

বিনোদন ডেস্কঃ সঙ্গে নেই যীশু সেনগুপ্ত। তবুও আলোকজ্জ্বল দীপাবলি কাটালেন নীলাঞ্জনা। সোশ্যাল মিডিয়ায় নীলাঞ্জনার সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন রাহুল। লিখেছেন, দিদির বাড়িতে দীপাবলি।

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার বৈবাহিক জীবনের সমস্যার কথা বর্তমানে অজানা নেই কারও। এ জুটি দীর্ঘদিন ধরেই একসঙ্গে থাকছেন না । সামাজিক যোগাযোগ মাধ্যমে নীলাঞ্জনা ও তার বড় মেয়ে সারা আনফলো করে দিয়েছেন যীশু সেনগুপ্তকে। আপাতত মুম্বাইতে থাকছেন যীশু।

কলকাতার বাড়িতেই দুই মেয়েকে নিয়ে থাকছেন নীলাঞ্জনা। এদিকে যীশু সেনগুপ্ততে ছাড়ায় আলোকোজ্জ্বল দীপাবলি কাটালেন নীলাঞ্জনা। সঙ্গে ছিলেন দুই মেয়ে ও রুপালি পর্দার পরিবারের কিছু সদস্য।

সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ভক্ত-অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন নীলাঞ্জনা। অন্যদিকে যীশুর দীপাবলি কেমন কেটেছে তা জানা যায়নি। তবে তিনি এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন।

প্রসঙ্গত, এখন দুই মেয়েকে ঘিরেই তার গোটা পৃথিবী নীলাঞ্জনা। তাদের নামেই নিজের নতুন প্রযোজনা সংস্থার নাম দিয়েছেন, “নিন্নি চিন্নি’জ মামাজ প্রোডাকশন।” সম্প্রতি একটি পডকাস্টে এসেছিলেন নীলাঞ্জনা।

যেখানে নিজের জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি। তার বেড়ে ওঠা পুরোটাই মুম্বাইয়ে। সেখানে হিন্দি কাজের মাধ্যমেই তার ক্যারিয়ারের শুরু। একটা সময় চুটিয়ে মডেলিংও করেছেন তিনি। কিন্তু নিজের ক্যারিয়ার, বাড়ি সব ছেড়ে কলকাতায় এসেছিলেন তিনি। সে কথাই পডকাস্টে স্পষ্ট ভাবে জানালেন নীলাঞ্জনা।

তিনি বলেন, ‘প্রথমবার ক্যারিয়ার ছেড়েছিলাম ভালোবাসে। মুম্বাই ছেড়ে কলকাতা চলে এসেছিলাম। তারপর আবারও ফিরে গিয়ে বম্বেতে টেলিভিশন কাজ করার কথা ভাবিনি। যদিও আমার কাছে সে অপশন অবশ্য ছিল। আমি একথা মাকেও বলেছিলাম, মা বললেন, করার দরকার নেই।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com