বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন

ওসমানীনগরে জাতীয় যুব দিবস পালিত

ওসমানীনগর( সিলেট) সংবাদদাতাঃ “দক্ষ যুবক গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওসমানীনগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে ।

শুক্রবার র ( ১ নভেম্বর) সকাল ১০ টায় সদরে অফিস পাড়া থেকে র‍্যালী শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অফিসার মো: মনিরুল ইসলামের সভাপতিত্বে ও তথ্য অফিসার শাহরিন সুলতানার পরিচানায় অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনা ভূমি শানাজ পারভিন বক্তব্য রাখেন নিরাপদ সভাপতি শাহাব উদ্দিন শাহীন, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর প্রেসক্লাব সভাপতি শরীফ আহমদ চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন সভাপতি মুহিব হাসান, সফল আত্মকর্মি বজলুর রশিদ। উপস্থিত ছিলেন যুব কল্যাণ পরিষদ সভাপতি সাংবাদিক মো. আব্দুস শহিদ, সাংবাদিক ফজলু মিয়া, সহকারী যুব কর্মকর্তা আব্দুল আউয়াল, সমাজকর্মী শহিদুল ইসলাম, আবুল বাসার, যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রায়হান আহমদ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রুমেল আহমদ। উক্ত অনুষ্ঠানে উপজেলার মাদার বাজার যুব কল্যাণ পরিষদের রেজিষ্ট্রেশন সনদ প্রদান সহ ঋনের চেক বিতরণ, প্রশিক্ষণের সনদ ও ভাতা বিতরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com