মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ :
ভারত-পাকিস্তান বিরোধ নিরসনে প্রস্তুত রাশিয়া স্বাস্থ্য সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ‍্য সুপারিশ নিয়ে মনোযোগী হতে হবে: প্রধান উপদেষ্টা দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে পুনরায় কার্যক্রম শুরু সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর নিহত গঠনতন্ত্র ভঙ্গ করে প্রতিষ্ঠাতা সদস্যকে বহিষ্কারের চেষ্টা ওসমানীনগরে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ভিত্তিহীন অভিযোগে দলকে জড়িয়ে মানববন্ধন বিচার চাইলেন কৃষকদল নেতা হেফাজতের সমাবেশে কমপক্ষে ৫৮ জন নিহত হয়: আবুল কালাম বন্দরে পুরাতন পলিথিন গোডাউন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

বন্দরে ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি, আমদানি-রপ্তানি ব্যাহত

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বন্দর ও বন্দরের বাইরে ট্রেইলার ড্রাইভারদের কর্মবিরতি চলছে। নিয়োগপত্র নিশ্চিতের দাবিতে এ ধর্মঘট পালন করছেন তারা। এর প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরের পণ্য খালাসে। বন্ধ রয়েছে কনটেইনার পরিবহন। ফলে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি।

বুধবার (৩০ অক্টোবর) সকালে এনসিটি ও সিসিটি গেটের সামনে অবস্থান নেন শ্রমিকরা।

এতে বন্দরের ভেতরে কনটেইনার পরিবহনে আসা ট্রেইলারগুলো আটকা পড়েছে। অন্যদিকে ভেতরে প্রবেশ করেনি কোনো ট্রেইলার। তবে স্বাভাবিক রয়েছে বন্দরের পণ্য ওঠানামা। তবে ট্রেনযোগে যে কনটেইনারগুলো সারা দেশে যায়, সেই কার্যক্রম স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলও।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে– প্রাইমমুভার ট্রেইলার চালক ও সহকারীদের নিয়োগপত্র দেওয়া; ছবিসহ পরিচয়পত্র ও সরকারঘোষিত নিম্নতম মজুরি প্রদান; শ্রমঘণ্টা বাস্তবায়ন।

শ্রমিকদের দাবি, একাধিকবার দাবি আদায়ে কর্মসূচি দিলেও মালিকপক্ষ নিয়োগপত্র দিতে গড়িমসি করছে। দাবি আদায় না হলে কর্মবিরতি চলমান রাখার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক ইউনিয়নের নেতারা।

তবে মালিকরা বলছেন, এটি অনেক আগেই সুরাহা হওয়া একটি বিষয়। এটি অনেকবার সমাধান হয়েছে এবং এ নিয়ে আদালতে একটি রিটও করা হয়েছে। আদালতে সুরাহা হওয়ার আগে শ্রমিকদের এ দাবি অন্যায্য বলে দাবি করছেন তারা।

চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির জানান, যতক্ষণ পর্যন্ত শ্রমিকদের নিয়োগপত্র নিশ্চিত করা না হবে এবং শ্রম আইনের সব নীতি অনুযায়ী শ্রমিকরা সুবিধা না পাবে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে। দুপুর ১২টায় এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে তারা নতুন সিদ্ধান্তে যাবেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com