আনিসুল, সাধন ও মামুনসহ ৮ জন ফের রিমান্ডে
- Update Time : 07:19:05 am, Wednesday, 30 October 2024
- / 191 Time View
আদালত প্রতিবেদকঃ রাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান জিয়াকে আবারও রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর সিএমএম কোর্ট তাদের ফের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
তাদের মধ্যে, বংশাল থানার মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের ৪ দিন, মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ৩ দিনের রিমান্ড, বাড্ডা থানার আরেক হত্যা মামলায় আনিসুল হকের ৩দিনের রিমান্ড এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান জিয়ার আবারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ ছাড়াও, বাড্ডা থানার পৃথক দুই মামলা ও কাফরুল থানার এক মামলায় দীপু মনি এবং যাত্রাবাড়ি থানার মামলায়, ডিবির সাবেক ডিসি মশিউরকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ডিবির সাবেক ডিসি মশিউরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
















