ওসমানীনগরে ২শ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক-১
- Update Time : 06:40:33 am, Tuesday, 29 October 2024
- / 216 Time View
ওসমানীনগর প্রতিনিধিঃ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা ২শ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে সিলেটের ওসমানীনগর থানা পুলিশ। এসময় অবৈধ ভারতীয় চিনি পরিবহনের দায়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৯৬২৭) জব্দ ও চোরাচালানে জরিত থাকায় ট্রাক চালককে আটক করা হয়েছে। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা। এই ঘটনায় সোমবার দুপুরে ওসমানীনগর থানার এস.আই ওবায়দুল্লাহ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর থেকে ট্রাক যোগে সিলেট ঢাকা মহাসড়ক দিয়ে শেরপুরে যাচ্ছিল অবৈধ চিনি বোঝাই ট্রাক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাত সাড়ে ১১ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওনমানীনগর উপজেলার গয়নাঘাট নামক স্থানে চেকপুস্ট বসায় পুলিশ। ট্রাকটি ওই স্থানে পৌছিলে সেখানে তল্লাশী করে ৯ হাজার ৬শ কেজি অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করা হয়। এসময় ট্রাক চালক সমিরন দাসকে(৩০) আটক করে পুলিশ। সমিরন দাস জৈন্তাপুর উপজেলার পানিছড়া চা বাগান এলাকার নিরেশ দাসের পুত্র চোরাচালান পণ্য পরিবহনের ট্রাকটিও জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। সোমবার বিকালে ওসমানীনগর থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ট্রাক চালক সমিরন দাসকে আদালতে প্রেরণ করা হয়।
২শ বস্তা চিনি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ওনমানীনগর থানার অফিসার ইনচার্য মো. মোনায়েম মিয়া বলেন, চোরাচালান রোধে ওসমানীনগর থানা পুলিশ তৎপর রয়েছে। ট্রাক চালক সমিরন দাসকে আদালতে প্রেরণ করা হয়েছে।
























