সোমবার, ০৫ মে ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

সর্বশেষ :
ভারত-পাকিস্তান বিরোধ নিরসনে প্রস্তুত রাশিয়া স্বাস্থ্য সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ‍্য সুপারিশ নিয়ে মনোযোগী হতে হবে: প্রধান উপদেষ্টা দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে পুনরায় কার্যক্রম শুরু সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর নিহত গঠনতন্ত্র ভঙ্গ করে প্রতিষ্ঠাতা সদস্যকে বহিষ্কারের চেষ্টা ওসমানীনগরে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ভিত্তিহীন অভিযোগে দলকে জড়িয়ে মানববন্ধন বিচার চাইলেন কৃষকদল নেতা হেফাজতের সমাবেশে কমপক্ষে ৫৮ জন নিহত হয়: আবুল কালাম বন্দরে পুরাতন পলিথিন গোডাউন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

শীতের সময় ৩ মন্ত্রণালয়ে এসি যথাসম্ভব ব্যবহার না করার নির্দেশনা

অগ্নিশিখা প্রতিবেদকঃ বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আগামী চার মাস সরকারের তিন মন্ত্রণালয় এবং এর আওতাধীন সংস্থা ও কোম্পানিগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) যথাসম্ভব ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ সোমবার (২৮ অক্টোবর) জ্বালানি উপদেষ্টার এই নির্দেশনার কথা তার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এ প্রেক্ষিতে আসন্ন শীত মৌসুমে নভেম্বর থেকে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় এবং তাদের আওতাধীন দপ্তর,সংস্থা ও কোম্পানিতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এর আগেও বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব মন্ত্রণালয়কে সরকার নির্দেশনা দিয়েছিল। উপদেষ্টা এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com