ইরানে ইসরায়েলি হামলা নিয়ে এখন পর্যন্ত যা জানা গেল
- Update Time : 07:31:35 am, Saturday, 26 October 2024
- / 231 Time View
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ইসরায়েলি বিমান হামলা নিয়ে মধপ্রাচ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজ শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালায়। হামলায় তেহরানসহ আশপাশের এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুই দেশই এ আক্রমণ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে।
ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বের সতর্কতা সত্ত্বেও জায়নিস্ট রিজিম তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
তবে ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে হমলা প্রতিরোধ করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, কিছু স্থানে হামলায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত শুরু করা হয়েছে।
এর আগে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় চালু করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
সম্প্রতি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রায় দুইশ ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। তবে এর জবাব দিতে মরিয়া ছিল ইসরায়েল।
সূত্র: আল-জাজিরা


























