সাবেক সাংবাদিক নেতা শেখ জামাল গ্রেপ্তার
- Update Time : 08:43:40 am, Thursday, 24 October 2024
- / 235 Time View
অগ্নিশিখা প্রতিবেদকঃ একাধিক মামলা থাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ জামালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাও। শেখ জামাল দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজ করেছেন।
বুধবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে জামালকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা যায়, শেখ জামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের পক্ষে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট দিয়ে আসছিলেন তিনি।শেখ জামাল দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজ করেছেন।


















