শ্রীপুরে জনগণের চলাচলের রাস্তায় ব্যারিকেড
- Update Time : 09:03:50 am, Thursday, 24 October 2024
- / 207 Time View
শ্রীপুর প্রতিনিধিঃ শ্রীপুর পৌরসভাধীন বহেরার চালা গ্রামে অবঃ পুলিশ জাহিদুল কবিরের বাড়ির পাশে জনগণের চলাচলের রাস্তায় অবৈধভাবে বেড়া দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে রেখেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে অবঃ প্রাপ্ত পুলিশ জাহিদুল কবির জানান, আমার দাদার নামে দলিল,ও সি এস, এস এ রেকর্ড রয়েছে। কিন্তু স্থানীয় আহমেদ আলী মতি মাস্টার,প্রভাষক মাসুদ,ও মোখলেস মাস্টার আমাদের জমি অবৈধভাবে দখলের পাঁয়তারা করছে আমি জমিতে গেলে উনারা সম্মিলিতভাবে আমাদের তাড়া করে ভয়-ভীতি ও হুমকি দেয় ।
উল্লেখ্য অবঃ পুলিশ সদস্য একজন ওপেন হার্ট সার্জারির রোগী। তাকে জমিতে উঠতে দেয় না এছাড়া জমির পাশ দিয়ে তার নির্মিত জনগণের চলাচলের রাস্তা গত ২৩ অক্টোবর সকালে দলবল নিয়ে এসে রাস্তায় ব্যারিকেড দেয় যার ফলে স্থানীয় মিল কারখানার শ্রমিকরা চরম ভোগান্তি পোহাচ্ছে। তাই এ বিষয়ে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার জরুরী হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগীরা।





















