‘শেখ হাসিনা তত্ত্বাবধায়ক বাতিলে রায়ের তোয়াক্কা করেনি’
- Update Time : 06:35:10 am, Saturday, 19 October 2024
- / 200 Time View
অগ্নিশিখা প্রতিবেদকঃ বিচারপতি এম এ মতিন বলেছেন, রায়ের তোয়াক্কা না করেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের সিদ্ধান্তে ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা’ বাতিল করে দিয়েছিলেন। শনিবার (১৯ অক্টোবর) সকালে সিআরডিএপি অডিটোরিয়ামে হওয়া এক সেমিনারে তিনি এ কথা বলেন।
কিছু অধিকার সব কিছুর উর্ধ্বে দাবি করে এম এ মতিন বলেন, সব অধিকার সংবিধানে লেখা থাকে না। তাইতো ছাত্ররা এবার বিপ্লবে তাই প্রয়োগ করেছে।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে বলেন, এ জন্য সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করতে হবে। তবেই বিচার বিভাগের স্বাধীনতা আসবে।
এসময় তিনি সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়ে বলেন, হয় তা রাখতে হবে, না হয় সংশোধন করতে হবে। এর বিকল্প নাই বলে মত দেন সাবেক এই বিচারপতি।
এসময় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইনের মাধ্যমে গণমাধ্যমকে কুক্ষিগত করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে বিচারবিভাগ স্বাধীন ছিল না উল্লেখ করে তিনি বলেন, বিচারবিভাগ ক্ষমতাসীনদের আজ্ঞাবহ ছিল। বিচার বিভাগকে স্বাধীন করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি















