শনিবার, ০৩ মে ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ পোশাক শ্রমিককে অর্থ সহায়তা দিলো জেলা প্রশাস‌ক

মিলন মন্ডল,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ পোষাক শ্রমিক রু‌বেল মন্ডল‌কে অর্থ সহায়তা প্রদান কর‌লেন গাইবান্ধা জেলা প্রশাস‌ক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

বুধবার (১৫ অক্টোবর) বি‌কে‌লে সহায়তার ২০ হাজার টাকার চেক প্রদান ক‌রেন গাইবান্ধা জেলা প্রশাস‌কের প‌ক্ষে পলাশবাড়ী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসান।

পোষাক শ্রমিক রু‌বেল মন্ডল পলাশবাড়ী উপ‌জেলা ১নং কি‌শোরগাড়ী ইউ‌নিয়‌নের বড় শিমুুলতলা গ্রা‌মের বাবলু মন্ড‌লের পুত্র।

চেক প্রদান অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, সহকারী ক‌মিশনার(ভূ‌মি) আল ইয়াসা রহমান তাপাদার, কি‌শোরগাড়ী ইউ‌পি চেয়ারম্যান ও উপ‌জেলা হামায়া‌তের আমীর আবু বক্কর সি‌দ্দিক, পলাশবাড়ী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সাংবা‌দিক শাহ আলম সরকার, উপদেষ্টা মোঃ ফেরদাউছ মিয়া, সাংবাদিক মাসুদার রহমান মাসুদ ও সোহেল রানা প্রমুখ।

উ‌ল্লেখ্য,গত ৪ আগস্ট সন্ধ্যা ৭টার দি‌কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা আশু‌লিয়া থানার সাম‌নে মাথার পিছ‌নে ৮টি ছড়া গুলিবিদ্ধ হন পোশাক কারখানার শ্রমিক রু‌বেল মন্ডল । গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় প্রথমে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬টি গুলি বের করা হলেও ২টি গুলি এখনো বের করা সম্ভম হয়নি।এখন নিজ বা‌ড়ি‌তে অ‌র্থের অভা‌বে চি‌কিৎসা নি‌তে পার‌ছি‌লেন না রু‌বেল মন্ডল।

এ বিষয়ে প্রথম আ‌লো প‌ত্রিকাসহ বি‌ভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে বিষয়‌টি নজরে আসে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের।

তার উ‌দ্যো‌গে জেলা প্রশাস‌কের নিজস্ব ত্রাণ তহবিল থে‌কে আহত রু‌বেল মন্ড‌লের চি‌কিৎসার জন্য ২০ হাজার টাকা প্রদা‌ন করেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com