নাটকে অভিষেক মেহজাবীনের বোন মালাইকার
- Update Time : 12:24:49 pm, Thursday, 17 October 2024
- / 208 Time View
বিনোদন ডেস্কঃ অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পদাঙ্ক অনুসরণ করে ছোট বোন মালাইকা চৌধুরীও অভিনয়ে নাম লিখিয়েছেন। তাকে দেখা যাবে ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে, যেখানে সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে নাটকের শুটিং শুরু হয়েছে। বিশেষ আকর্ষণ হলো, এই নাটকের গল্পের ভাবনা মেহজাবীন চৌধুরীর। নাটকটি রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
এ প্রসঙ্গে মালাইকা বলেন, শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়া নির্মাণ করবে জেনেই এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকব।
নির্মাতা রাজ বলেন, মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি বিষয়টি তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার।
তিনি আরও বলেন, এক্ষেত্রে প্রথমে মালাইকার নামটি মাথায় আসে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। শুটিংয়ে ভীষণ পরিশ্রমী মনে হচ্ছে তাকে। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।
প্রসঙ্গত, চলতি বছরেই ইউটিউবে মুক্তি পাবে মালাইকার ‘সন্ধিক্ষণ’। এর আগে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।


























