সংসদের মেয়াদ ৪ বছর চায় গণঅধিকার পরিষদ
- Update Time : 08:46:44 am, Sunday, 6 October 2024
- / 240 Time View
অগ্নিশিখা প্রতিবেদকঃ জাতীয় সংসদের মেয়াদ চার বছর করাসহ অন্তর্বর্তী সরকারকে ১২ দফা প্রস্তাবনা দিয়েছে গণঅধিকার পরিষদ।শনিবার (০৫ অক্টোবর) রাতে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সবার সঙ্গে বৈঠকে এসব প্রস্তাবনা তুলে ধরেন দলটির নেতারা।
নুরুল হক নুর বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর পেছনে ইন্দনদাতাদের খুঁজে বের করতেও পরামর্শ দিয়েছি। শিক্ষা ও চিকিৎসা কমিশন গঠন এবং দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করতে হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মুহাম্মদ ইউনুস। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার দুই দফা সংলাপ হয়। শনিবার অনুষ্ঠিত হলো তৃতীয় দফা সংলাপ। এর আগে বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, এবি পার্টির সঙ্গে সংলাপ হয়।























