বুধবার, ০৭ মে ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

সর্বশেষ :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি ঘোষণা ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সাধারণত ঈদের আগে সিদ্ধিরগঞ্জে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে পিস্তল-ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার সরকার কর্মক্ষেত্রে সাফল্যে মেয়েদের সমান সুযোগ দিতে চায় ভারত-পাকিস্তান বিরোধ নিরসনে প্রস্তুত রাশিয়া স্বাস্থ্য সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ‍্য সুপারিশ নিয়ে মনোযোগী হতে হবে: প্রধান উপদেষ্টা দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে পুনরায় কার্যক্রম শুরু সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর নিহত

ভিক্ষুককে অটো ভ্যান উপহার দিলেন পলাশবাড়ী সমাজসেবা কার্যালয়

মিলন মন্ডল,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি আওতায় অটো ভ্যান বিতরণ এবং ক্ষুদ্র ঋণ গৃহীতা ও স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলার সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে অটো ভ্যান দুটি হস্তান্তর করেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিচালক জিলুফা সুলতানা।

সমাজসেবা কার্যালয়ের এই উদ্যোগে সুবিধাভোগী দুজন হলেন পলাশবাড়ী উপজেলা কিশোরগাড়ি ইউনিয়নের লোকমানপুর গ্রামের শাহনুরী বেগম ও জোহরা বেগম।তারা দীর্ঘ দিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

সমাজসেবা কার্যালয় আশা করছে, এখন থেকে তারা এই ভ্যানের মাধ্যমেই জীবিকা নির্বাহ করতে পারবেন।আমাদের প্রত্যাশা,এর মাধ্যমে তারা ভিক্ষাবৃত্তি থেকে দূরে থাকবেন।

সুবিধাভোগী শাহনুরী বেগম বলেন,ছেলের সংসার ছেলে এই গাড়ি চালাবে,প্রায় ২০ বছর ধরে ভিক্ষা করছে। এ জন্য নানা কথাও শুনতে হতো সবার কাছ থেকে। কিন্তু আমাদের কিছু করার ছিল না। এখন পলাশবাড়ী সমাজসেবা কার্যালয় দেয়ায় আমাদের খুব সুবিধা হলো। এখন থেকে আর ভিক্ষা করতে হবে না।

ভ্যান হস্তান্তরের পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান,গাইবান্ধা জেলা সমাজসেবা অফিসার উপ-পরিচালক ফজলুল হক, পলাশবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল সরকার, উপজেলা কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com