শুক্রবার, ১১ Jul ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ :
সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা  নির্মাণ  নারায়ণগঞ্জ ফতুল্লায় শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আই ওয়াশ ফতুল্লায় ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪ সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড নগরীতে গুলিস্তান, গণি ও আজাদী হোটেলকে জরিমানা নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ৭ জুলাই চাষাঢ়া, বাগে জান্নাত এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছে ষড়যন্ত্রের শিকার সার্ভেয়ার মামুন সরাইলে ময়না নামের ৯ বছরের শিশুর রক্তাক্ত লাশ মসজিদের দ্বিতীয়তলা থেকে উদ্ধার

৪ শিক্ষার্থী কে শিক্ষা সামগ্রী বিতরণ

ওসমানীনগর বালাগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহযোগিতায়, দাশস্ব ও মানব পাচার ও বাল্য বিবাহ রোধে এফ এস টি আই পি” প্রকল্পের আওতায় উপজেলার হত দরিদ্র পরিবারের ৪ জন মেয়ে শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সাদীপুর ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসুল ইসলাম শামীমের সভাপতিত্বে। ইউপি প্রশাসনিক কর্মকতা মারুতি নন্দন দাম এর পরিচালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন প্রকল্পের সিলেট এর সহকারী কডিনেটর মোহাম্মদ ইউনুছ আলী। আলোচনায় অংশ গ্রহন করেন ইউপি সদস্য বখতিয়ার হোসেন, অবিন্দ সুত্রধর, এনাম উদ্দিন, রেখা রানী সুত্রধর, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ওসমানীনগর উপজেলা কমিটির সভাপতি, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, সমাজ সেবক নাহিদ চৌধুরী, উদ্যোগতা সালেহ আহমদ,বাবলী রানী, হিসাব ও কম্পিউটার সহকারী লিমা দাশ, শিক্ষক মতিউর রহমান প্রমূখ। এসময় সাদীপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী ঈশিতা, সামিয়া, বেগম ফজিলাতুননেচ্ছা মাদরাসার ৭ম শ্রেনীর ছাত্রী সাদিয়া আক্তার, সুমাইয়া বেগম তারিন। তাদের হাতে ব্যাগ, জ্যামিতিবক্স, ক্যালকোলেটার, স্কেল, একাধিক খাতা, কলম, কাঠ পিনসিল, কাটার, রাবার, ইত্যাদি প্রদান করা হয়। “এফ এস টি আই পি” প্রকল্পের আওতায় ওসমানীনগর উপজেলার সাদীপুর, তাজপুর, গোয়ালা বাজার, উছমানপুর ইউনিয়নে মানব পাচার, বাল্য বিবাহ রোধ ও নারী নির্যাতন প্রতিরোধ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com