শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
মোঃ নাসির উদ্দীন গাজী, খুলনা বিভাগের বূরো চীফঃ আসন্ন দুর্গোৎসব উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১টায় হাবিবুর রহমান মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভ‚মি) পাপিয়া সুলতানা, ওসি মুক্ত রায় চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, মনিরুল ইসলাম সরদার, উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াসিন আরাফাত, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস রবীন বসু, পূজা পরিষদ নেতা অনুপম মিত্র, রনজিৎ বোস, দুলাল অধিকারী, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ৩৪টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।