চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে কমিটি গঠন
- Update Time : 11:27:17 am, Monday, 30 September 2024
- / 215 Time View
অগ্নিশিখা প্রতিবেদকঃ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে সুপারিশ দিতে কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সুপারিশ সম্বলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
কমিটির প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী। এটিকে আগামী ৭ দিনের মধ্যে সুপারিশ সম্বলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও জানান সিনিয়র সচিব।
























