কোস্টগার্ডের নতুন মহাপরিচালক জিয়াউল হক
- Update Time : 09:29:01 am, Sunday, 29 September 2024
- / 218 Time View
অগ্নিশিখা প্রতিবেদকঃ বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) করেছে সরকার। রবিবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একইসঙ্গে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
কোস্টগার্ডের ডিজির দায়িত্ব চালিয়ে আসা রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।






















