রবিবার, ১৩ Jul ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

সর্বশেষ :
সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা  নির্মাণ  নারায়ণগঞ্জ ফতুল্লায় শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আই ওয়াশ ফতুল্লায় ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪ সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড নগরীতে গুলিস্তান, গণি ও আজাদী হোটেলকে জরিমানা নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ৭ জুলাই চাষাঢ়া, বাগে জান্নাত এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছে ষড়যন্ত্রের শিকার সার্ভেয়ার মামুন সরাইলে ময়না নামের ৯ বছরের শিশুর রক্তাক্ত লাশ মসজিদের দ্বিতীয়তলা থেকে উদ্ধার

অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করে নষ্ট-পচা সুপারি পরিস্কার করে বাজারজাত

মাসুদ পারভেজ, বিভাগীয় ব্যুরো চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীতে অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করে নষ্ট-পচা সুপারি পরিস্কার করে বাজারজাত করার অভিযোগ একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং পণ্যে মেয়াদ না লিখায় আরেকটি বেকারি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তাধিকার।

বুধবার (২৫ সেপ্টেম্বর) নগরীর চাক্তাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তাধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার। সাথে ছিলেন সহকারী পরিচালক মোঃ আনিছুর রহমান ও রানা দেব নাথ। ব্যবসায়ীদের জরিমানা পাশাপাশি সতর্ক করেন তারা।

অভিযানে চাক্তাই বাজারের অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করে নষ্ট-পচা সুপারি পরিস্কার করে বাজারজাত করার প্রমাণ মেলে।

এ কারণে মেসার্স সালাম স্টোর নামক পাইকারী প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অপরিচ্ছন্নতা, পণ্যের মূল্য-মেয়াদ না লেখায় অভিযোগে মিস্টিফুল নামক একটি বেকারির দোকানকে ৫ হাজার টাকাসহ দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়।

ভোক্তাধিকার চট্টগ্রামে সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, চাক্তাই বাজারে তদারকিকালে অননুমোদিত কেমিক্যাল দ্রব্য ব্যবহার করার কারণে একটি সুপারি বিক্রি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অপরিচ্ছন্নতা, পণ্যের মূল্য-মেয়াদ না লেখায় অভিযোগে একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করার তাদের সতর্কও করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com