রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন
তথ্য-প্রযুক্তি ডেস্কঃ এবার নিজেদের সুরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে এলো মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। সন্দেহজনক যেকোনো কর্মকাণ্ডের তথ্য সরাসরি পৌছে যাবে নিরাপত্তা বাহিনীর কাছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভ জানান, এই উদ্যোগের মাধ্যমে টেলিগ্রাম ব্যবহার করে অপরাধ প্রবণতা কমবে। সোমবার একটি পোস্টে টেলিগ্রামের পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতির পরিবর্তনের এই কথা জানান তিনি।
তিনি আরও বলেন, যদিও ৯৯.৯৯৯% টেলিগ্রাম ব্যবহারকারীদের অপরাধের সাথে কোন সম্পর্ক নেই, কিন্তু ০.০০১% অবৈধ কার্যকলাপে জড়িত হয়ে পুরো প্ল্যাটফর্মের ভাবমূর্তি নষ্ট করেছে।