তাহিরপুরে বজ্রপাতে দুই ভাই আহত
- Update Time : 06:36:29 am, Sunday, 22 September 2024
- / 254 Time View
আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে আপন দুই সহোদর আহত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কামারকান্দি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে এই ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- সুজন মিয়া (২৭) ও সিরাজ মিয়া (৩৩)। তাঁরা উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দক্ষিকূল গ্রামের আনফর আলীর ছেলে। বজ্রপাতে আহত সুজন মিয়াকে আহত অবস্থায় স্বজনরা দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অপর আহত সিরাজ মিয়া প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সুজন মিয়া ও সিরাজ মিয়া নৌকা দিয়ে চুনাপাথর পরিবহনের কাজ করে। শনিবার তারা বাগলি শুল্ক স্টেশন থেকে চুনাপাথর আনোয়ারপুর নিয়ে আসার পথে কামারকান্দি গ্রামে আসামাত্র আকস্মিক বজ্রপাতে আহত হয় দুই ভাই।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান জানান, বজ্রপাতে আহত সুজন মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।


















