Update Time :
09:36:20 am, Saturday, 21 September 2024
239
Time View
ভারতে পাচারকালে ৮৮৫ কেজি ইলিশ জব্দ
আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ ভারত পাচারের সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। শনিবার (২১শে সেপ্টেম্বর) দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ইলিশ মাছ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য-২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা। বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরত অব্যাহত রয়েছে। বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ইলিশের এই চালানটি জব্দ করা হয়। জব্দ ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করা হয়েছে।
৩
আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ ভারত পাচারের সময় সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ৮৮৫ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি।
শনিবার (২১শে সেপ্টেম্বর) দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ইলিশ মাছ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য-২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরত অব্যাহত রয়েছে। বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ইলিশের এই চালানটি জব্দ করা হয়। জব্দ ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা করা হয়েছে।