“নদী দূষণ বন্ধ কর, প্লাস্টিক দূষণ বন্ধ কর”
- Update Time : 08:41:19 am, Saturday, 21 September 2024
- / 240 Time View
নিজস্ব প্রতিবেদকঃ “নদী দূষণ বন্ধ কর, প্লাস্টিক দূষণ বন্ধ কর” এই শ্লোগানকে ধারণ করে ধরা, ওয়াটারকিপার্স বাংলাদেশ, বুড়িগঙ্গা রিভারকিপার এবং বুড়িগঙ্গা নদী মোর্চার যৌথভাবে এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
রবিবার(২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কামরাঙ্গীরচরে হাজী আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয়ে বিশ্ব নদী দিবস ২০২৪ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের কর্মসূচিগুলো মধ্যে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, নদীর পাড়ে প্লাস্টিক পরিচ্ছন্নতা অভিযান (খোলামোড়া ঘাট, কামরাঙ্গীরচর) ইত্যাদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। সভাপতিত্ব করবেন ধরা এবং বুড়িগঙ্গা নদী মোর্চার অন্যতম নেতা ইবনুল সাঈদ রানা। অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ।






















