শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

ফুলতলা পায়গ্রাম কসবাশীকের ঘাট এলাকার লোক পানিবন্দী

শহিদুল ইসলাম( মিঠু),খুলনা জেলা প্রতিনিধিঃ খুলনা ফুলতলা পায়গ্রাম কসবাশীকের ঘাট এলাকা পানিবন্দী হয়ে পড়েছে এদের অনেক ঘরবাড়ি হতে বেরহইতে পারছে না নিষ্কাশনের কোন সুব্যবস্থা নাই একসময় এই এলাকাকে সবথেকে উঁচু জায়গায় হিসেবে চিহ্নিত করা হতো আজ যেই লেখা পানি বন্দী কিছু অসাধূ লোকের জন্য সঙ্গে যে ড্রেনের ব্যবস্থা ছিল দেখা মেলে না মানবাধিকার প্রতিদিন প্রতিনিধি দেখেন নুরু শেকের সজন মীরের মিঠু শেখের বাড়ি ও মুরগির ফার্ম পানির নিচে কোনভাবে পানির নিচে পানি নিষ্কাশনের সুব্যবস্থা নাই চার দিন যাবত্য বিদ্যুৎ ও নাই এতে করে পায় গ্রাম কসবা বাঁশী এলাকার শীতের ঘাট এলাকার মানুষগুলি ভালো নাই অতি দ্রুত বিদ্যুৎ এবং পানি নিষ্কাশন এর প্রয়োজন অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের সুনজরের প্রয়োজন। আগে হাসিনা সরকার তাহার চেয়ারম্যান ও মেম্বার সহ আওয়ামী লীগের দুর্নীতি করেছেন ড্রেন নিয়ে ব্রেরেন্ডবাজী চলছিলো নিতা বাজী, এখন এলাকায় মানুষের জন্য সামাজিক ও মানবিক বাস্তব মানবাধিকার পএিকা। নিউজ এর তথ্যের অনুসন্ধানের সঠিক নিউজ করতে বিপদে সাংবাদিক দের।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com