যাদুকাটায় অবৈধ বালু উত্তোলন; অভিযানে গ্রেপ্তার ২৫
- Update Time : 10:29:41 am, Sunday, 15 September 2024
- / 257 Time View
আবু জাহান তালুকদার, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এসময় আইন অমান্য করে নদীর পাড় কেটে বালু উত্তোলন করার অপরাধে ২৫ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে সুনামগঞ্জের সিনিয়র সহকারি কমিশনার (রাজস্ব) আমজাদ হোসেন এর নেতৃত্বে যাদুকাটা নদী তীরবর্তী ঘাগটিয়া ও এর আশপাশের এলাকায় টাস্কফোর্সের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ, বিজিবি, আনসার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, আটক ব্যক্তিদের বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয়জনকে ২১ দিনের ও ১৯ জনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।






















