সোমবার, ১৪ Jul ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

সর্বশেষ :
নারায়ণগঞ্জ পরিচ্ছন্ন ও সুন্দর  গড়ার জন্য সাবেক কাউন্সিলর সাদরিলের আহবান অধিকাংশ রাজনৈতিক দল বলছে, নির্বাচন পিআর পদ্ধতিতে হবে: নুর বেদখল হওয়া জমি উদ্ধারে পানি উন্নয়ন বোর্ডের অভিযান বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, নদভীর পিএস গ্রেপ্তার সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা  নির্মাণ  নারায়ণগঞ্জ ফতুল্লায় শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আই ওয়াশ ফতুল্লায় ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪ সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড

ভোলা বোরহানউদ্দিন কুঞ্জেরহাট বাজারে আগুণে পুড়ে ছাই ৯টি দোকান

এম এ অন্তর হাওলাদারঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ব্যবসায়ীক প্রাণ কেন্দ্র কুঞ্জেরহাট বাজারের তজুমদ্দিন রোডে আগুণে পুড়ে ৯টি দোকান ছাই। ক্ষয়ক্ষতি প্রায় ১ কোটি টাকা।

গত ১০ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২.৩০ মিনিটে আজাদ বেডিং ষ্টোর থেকে আগুণের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায়।

হাজী এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী হাফেজ মফিজুল হক প্রতিবেদককে জানান, আমার দোকান সহ মোট ৯ টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। আমরা ঘর মালিক ও ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ হাজী এন্টারপ্রাইজ ২৮ লক্ষ,আজাদ বেডিং ষ্টোর ৩ লক্ষ,ঢাকা লেপ ঘর ৫ লক্ষ,ভাই ভাই জুয়েলার্স ৫ লক্ষ,মৌলভী ট্রেডার্স স্যানেটারী এন্ড টাইলর্স ২০ লক্ষ, মা জুয়েলার্স ১০ লক্ষ, তালুকদার এন্টারপ্রাইজ ও এ্যালমুনিয়াম ৩৫ লক্ষ, কাকলী ট্রেডার্স ১৫ লক্ষ, নিরব মিয়া ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন হয়েছে ফায়ার সার্ভিস ভোলা জেলার উপসহকারী লিটন আহমেদ জানান,আমরা বোরহানউদ্দিন,লালমোহন,তজুমদ্দিন উপজেলার ৫ ইউনিট ৩ ঘন্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের চেষ্টা চলছে।বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ, মোঃ জাব্বারুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com