বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক
- Update Time : 08:37:34 am, Wednesday, 11 September 2024
- / 221 Time View
অগ্নিশিখা প্রতিবেদকঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসন।
বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসেন হাইকমিশনার।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসন সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ।
অন্যদিকে বৈঠকে অংশ নিচ্ছেন অস্ট্রেলিয়া হাইকমিশনের ডিপুটি হেড অব মিশন ক্লিনটন পোবকে ও প্রথম সচিব লারা অ্যাডামস।






















