চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক ফরিদা খানম
- Update Time : 11:35:12 am, Monday, 9 September 2024
- / 276 Time View
মাসুদ পারভেজ, বিভাগীয় ব্যুরো চট্টগ্রামঃ চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক হিসেবে ফরিদা খানমকে নিয়োগ দেওয়া হয়েছে। যিনি এর আগে উপ-সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অন্তর্বর্তী সরকার গত ২০ আগস্ট ২৫ জেলা থেকে জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করে নেয়। এসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ২০২২ সালের ২৩ নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তাঁকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক পদে বদলি করা হয়েছে।




















