মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

সর্বশেষ :
মানুষকে হয়রানি মিথ্যা মামলা সহ সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা ও এই শহীদ থেকে রেহাই পাইনি নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদ বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার  সরাইলের বিএনপির মানবতার নেতা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শিপন, সরাইলের বিদ্যুৎ নিয়ে শোনালেন আশার বাণী বিগত সরকারের আমলে ডিআইজি হাবিব এর সহযোগী এই শহীদ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচজন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার  বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শুভ জম্মদিন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নারায়ণগঞ্জে  জশনে জুলুস র‍্যালী বের হয় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫ নারাায়ণগঞ্জের রূপগঞ্জে বাবু হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ১৭ জনের যাবজ্জীবন আশুলিয়া প্রতিবাদ সংবাদ নিউজ নারায়ণগঞ্জে ভিক্টোরিয়া হাসপাতালে গ্যাসের লিকেজ থেকে এ্যাম্বুলেন্সে বিস্ফোরণের আগুন, নারী সহ দগ্ধ ২

ঠাকুরগাঁওয়ে আখ রোপনের কার্যক্রমের শুভ উদ্বোধন

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ২০২৪-২৫ রোপন মৌসুমে আখ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (০১ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের হরিহরপুর এলাকার চাষি শাহাজাহান আলীর জমিতে রোপন কার্যক্রমের উদ্বোধন করেন সুগারমিল কর্তৃপক্ষ।

এসময় চাষিদের উদ্ভুদ্ধ করতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকাস্ত বিএসএফআইসি এর পরিচালক ড. এ কে এম এমদাদুল হক, ঠাকুরগাঁও সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান কবির, মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হান, মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারখানা) নুরুল আমিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) সুভাষ চন্দ্র সিংহ, কেন্দ্রীয় ইক্ষু চাষি সমিতির উপদেস্টা ইউনুস আলী,কেন্দ্রীয় ইক্ষু চাষি সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন, ইক্ষু চাষি কল্যাণ তহবিল কমিটির সভাপতি মোজাম্মেল হক, শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেনসহ এলাকার শতাধিক আখচাষি অংশ নেয়।

সভায় সুগারমিল কর্তৃপক্ষ বলেন, একটা সময় আখ চাষ থেকে কৃষকরা মুখ ফিরিয়ে নিলেও ভাল দামের কারনে আবাদ বাড়ছে। মিল জোন এলাকায় এবার আখ রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার একর জমিতে। গেল বছর দন্ডায়মান আখের পরিমান ছিল ৬ হাজার পাঁচ একর। তবে এবার আখ রোপন বৃদ্ধি পেয়েছে। এছাড়া গেল বছর মিল গেটে প্রতিমন আখ ১৮০ টাকা প্রদান করা হলেও ২০২৪-২৫ মাড়াই মৌসুমে প্রতিমন আখের দাম দেয়া হবে ২৪০ টাকা। তাই রংপুর অঞ্চলের এই মিলটিকে সচল রাখতে চাষিদের বেশি করে আখ রোপনের পরামর্শ দেন কর্মকর্তাগন।

মিল কর্তৃপক্ষ জানান, মিল জোন এলাকায় এক যোগে ৫৭টি কেন্দ্রের ৯৪ টি ইউনিটে আখ রোপন কার্যক্রম শুরু হয়েছে। আর এখানকার কৃষকের ৪ হাজার ৩৬২ জন।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com