চীনে ভিড়ের মধ্যে ঢুকে গেল বেপরোয়া বাস, নিহত ১১
- Update Time : 10:14:24 am, Tuesday, 3 September 2024
- / 249 Time View
আন্তর্জাতিক ডেস্কঃচীনের শ্যানডং প্রদেশের তাই’য়ান শহরে বেপরোয়া গতিতে একটি বাস জনতার ভিড়ে ঢুকে গেলে পাঁচজন শিক্ষার্থীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়াও এতে আহত হয়েছেন আরও অনেকে।আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সকালে স্কুলের ফটকের কাছে দাঁড়িয়েছিল বেশ কয়েকজন শিক্ষার্থী ও তাদের অভিভাবক। এ সময় একটি বাস বেপরোয়া গতিতে সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান কয়েকজন।
তাই’য়ান পুলিশের এক কর্মকর্তা চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে বলেছেন, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ঘটেছে এই দুর্ঘটনা। ওই চালককে ইতমধ্যে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।























