সার সংকট হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: অর্থ উপদেষ্টা
- Update Time : 07:30:11 am, Wednesday, 28 August 2024
- / 289 Time View
অগ্নিশিখা প্রতিবেদকঃ সারের কোনো সংকট হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রথম সভা শেষে তিনি এ কথা বলেন।
বৈঠকে বিভিন্ন দেশ থেকে ৯০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে কেনা হবে ত্রিশ হাজার মেট্রিক টন, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে ত্রিশ হাজার মেট্রিক টন।
এছাড়া, কাতার থেকেও ত্রিশ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে, ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্তও নিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।


























