বাংলাদেশ-পাকিস্তান: করাচি টেস্টে দর্শক প্রবেশ নিষিদ্ধ
- Update Time : 11:48:07 am, Wednesday, 14 August 2024
- / 289 Time View
অনলাইন ডেস্ক:-
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের একটিতে দর্শক প্রবেশ নিষিদ্ধ থাকছে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)
বুধবার (১৪ আগস্ট) এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে পিসিবি। ৩০ আগস্ট থেকে করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে।
বিবৃতিতে পিসিবি জানায়, ‘আমাদের আবেগপ্রবণ দর্শকরা ক্রিকেটে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আমরা বুঝি, দর্শকরাই আমাদের খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগায়। দর্শকদের স্বাস্থ্য এবং নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সব কিছু বিবেচনা করার পর আমাদের মনে হয়েছে, দ্বিতীয় টেস্টটি দর্শক ছাড়াই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।’
























