শনিবার, ১২ Jul ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন

সর্বশেষ :
সরাইলে নির্দেশ আমান্য করে সরকারি জায়গায় পাকা স্থাপনা  নির্মাণ  নারায়ণগঞ্জ ফতুল্লায় শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আই ওয়াশ ফতুল্লায় ধর্ষণের ভিডিও ভাইরালের হুমকি, গ্রেফতার ৪ সরাইল জনস্বাস্থ্য অফিসে দরখাস্তের কোন মূল্যই নেই,৬০/৭০ হাজার টাকা দিলেই পাওয়া যায় টিউবওয়েল চসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবিতে বিক্ষোভ চট্টগ্রামেও হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড নগরীতে গুলিস্তান, গণি ও আজাদী হোটেলকে জরিমানা নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ৭ জুলাই চাষাঢ়া, বাগে জান্নাত এলাকায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছে ষড়যন্ত্রের শিকার সার্ভেয়ার মামুন সরাইলে ময়না নামের ৯ বছরের শিশুর রক্তাক্ত লাশ মসজিদের দ্বিতীয়তলা থেকে উদ্ধার

চট্টগ্রাম জেলা ও মহানগরে সেনা ক্যাম্পে যোগাযোগ পরিবর্তন  নম্বর

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরের সেনা ক্যাম্পের নম্বর পরিবর্তন হয়েছে। এসব এলাকার জনসাধারণকে পরিবর্তিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৭ আগস্ট তারিখে জরুরি প্রয়োজনে সেনা ক্যাম্পের সঙ্গে যোগাযোগের জন্য প্রচারকৃত মোবাইল নম্বরসমূহের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরের সেনা ক্যাম্পের নম্বর পরিবর্তন হয়েছে। উক্ত এলাকাসমূহের জনসাধারণকে নিম্নে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো
সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৭ আগস্ট জরুরি প্রয়োজনে সেনা ক্যাম্পের সঙ্গে যোগাযোগের জন্য প্রচারকৃত মোবাইল নম্বরগুলোর মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পের নম্বর পরিবর্তন হয়েছে। এসব এলাকার জনসাধারণকে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা
হাটহাজারী, রাউজান ০১৭৬৯-২৪৩৪১২; রাঙ্গুনিয়া ০১৭৬৯-২৬৩৬৫৮; মীরসরাই, সীতাকুণ্ড ০১৭৬৯-২৪২১৫০; আনোয়ারা ০১৭৬৯-২৪২৮৩০, ০১৭৬৯-২৪৪২১৪ এবং কর্ণফুলী ০১৭৬৯-২৪৩২৫৮, ০১৭৬৯-২৪৪২১৪,
চট্টগ্রাম মহানগর
বায়েজিদ, চকবাজার, পাঁচলাইশ, চাঁদগাও, আকবরশাহ ০১৭৬৯-২৪৫২৪৩; ইপিজেড, খুলসী, পাহাড়তলী, হালিশহর, বন্দর, পতেঙ্গা ০১৭৬৯-২৫৩৬০৪, ০১৭৬৯-২৪২১৫৬, ০১৭৬৯-২৫৩৬৪৯, ০১৭৬৯-২৪২১৭৩ এবং কোতয়ালী, নিউমর্কেট, ডাবলমুরিং ০১৭৬৯-২৪২৬১৫, ০১৭৬৯-২৪২৬১৭, ০১৭৬৯-২৪২৬১৯,

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com