সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
অবৈধ লিকেজ গ্যাস লাইনে ব্যাপক বিস্ফোরণ, দুই শিশুসহ আহত (৪)জন নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল)এর যোগদান “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীনব ও সম্পদের ক্ষতি “ নারায়ণগঞ্জের সদর থানার পুলিশ মাদকসহ হাতে-নাতে দুই নারীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জের সদর থানার পুলিশ মাদকসহ হাতে-নাতে দুই নারীকে গ্রেফতার করে আঞ্চলিক অফিসের সাইনবোর্ড টাঙ্গিয়ে ১০শতক রাষ্ট্রীয় সম্পত্তি দখল উপজেলা প্রশাসন নারায়াণগঞ্জ সদর কর্তৃক সদর উপজেলায় ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট অলিম্পিয়াড ২০২৫’ অনুষ্ঠিত* নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জ শহরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা প্লাস্টিক পাইপে ঝুঁকিপূর্ণ অবৈধ গ্যাস সংযোগ

চট্টগ্রাম জেলা ও মহানগরে সেনা ক্যাম্পে যোগাযোগ পরিবর্তন  নম্বর

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরের সেনা ক্যাম্পের নম্বর পরিবর্তন হয়েছে। এসব এলাকার জনসাধারণকে পরিবর্তিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৭ আগস্ট তারিখে জরুরি প্রয়োজনে সেনা ক্যাম্পের সঙ্গে যোগাযোগের জন্য প্রচারকৃত মোবাইল নম্বরসমূহের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরের সেনা ক্যাম্পের নম্বর পরিবর্তন হয়েছে। উক্ত এলাকাসমূহের জনসাধারণকে নিম্নে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো
সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৭ আগস্ট জরুরি প্রয়োজনে সেনা ক্যাম্পের সঙ্গে যোগাযোগের জন্য প্রচারকৃত মোবাইল নম্বরগুলোর মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পের নম্বর পরিবর্তন হয়েছে। এসব এলাকার জনসাধারণকে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা
হাটহাজারী, রাউজান ০১৭৬৯-২৪৩৪১২; রাঙ্গুনিয়া ০১৭৬৯-২৬৩৬৫৮; মীরসরাই, সীতাকুণ্ড ০১৭৬৯-২৪২১৫০; আনোয়ারা ০১৭৬৯-২৪২৮৩০, ০১৭৬৯-২৪৪২১৪ এবং কর্ণফুলী ০১৭৬৯-২৪৩২৫৮, ০১৭৬৯-২৪৪২১৪,
চট্টগ্রাম মহানগর
বায়েজিদ, চকবাজার, পাঁচলাইশ, চাঁদগাও, আকবরশাহ ০১৭৬৯-২৪৫২৪৩; ইপিজেড, খুলসী, পাহাড়তলী, হালিশহর, বন্দর, পতেঙ্গা ০১৭৬৯-২৫৩৬০৪, ০১৭৬৯-২৪২১৫৬, ০১৭৬৯-২৫৩৬৪৯, ০১৭৬৯-২৪২১৭৩ এবং কোতয়ালী, নিউমর্কেট, ডাবলমুরিং ০১৭৬৯-২৪২৬১৫, ০১৭৬৯-২৪২৬১৭, ০১৭৬৯-২৪২৬১৯,

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com