মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১২:০১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যু হয়েছে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, সহিংসতায় ৫০০ জনের মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। হাসপাতাল সূত্রসহ থেকে এখন পর্যন্ত ১৪৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, সহিংসতায় কতজন ছাত্র নিহত হয়েছে এখনও বিস্তারিত জানা যায়নি। আরো যাচাই করে তথ্য জানানো হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তাহীনতায় থাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে নেয়া হয়েছে। তাদের গ্রেফতার করা হয়নি। নিরাপত্তা ঝুঁকিমুক্ত হওয়ার পরেই তাদের ফিরিয়ে দেওয়ার কথা চিন্তা করা হবে।