এইচএসসির আরও ৪ পরীক্ষা স্থগিত
- Update Time : 01:59:29 pm, Thursday, 25 July 2024
- / 280 Time View
অনলাইন ডেস্ক:-
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমানের আগামী সপ্তাহের আরও চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে তিনি জানান, ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের পরীক্ষা স্থগিত থাকছে। ৪ আগস্ট থেকে পরীক্ষা যথারীতি চলবে।
এর আগে, স্থগিত পরীক্ষা নিয়ে তিনি বলেন, স্থগিত হওয়া সব পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় প্রথমে ১৮ এবং পরে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
গত ৩০ জুন থেকে সিলেট বোর্ড ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা ৯ জুলাই শুরু করা হয়।
























