রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন

সর্বশেষ :
তারেক রহমানের খালাসে মির্জা ফখরুলের স্বস্তি প্রকাশ কঠিন সময় পেরিয়ে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই: সেনাপ্রধান পলাশবাড়ীতে বিএনপি ও শ্রমিকনেতা আব্দুল মোতাল্লিব সরকার বকুলের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন নগরে পরিচ্ছন্ন ভাব আনতে তারের জঞ্জাল সরানো হবে : মেয়র তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস ওসমানীনগরে এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল সাকিব এখনো জাতীয় দলে খেলার ক্ষমতা রাখে- বিসিবি সভাপতি ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ত্রিপুরার হাসপাতালের পলাশবাড়ীতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি হুমকিতে পরিবেশ

চট্টগ্রামে আজ ও কাল ৯টা-৬টা কারফিউ শিথিল

মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরোচীফ
বাস কাউন্টার পরিদর্শনে জেলা প্রশাসক বললেন, কারখানা চালাতে সমস্যা নেই
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় চট্টগ্রাম জেলায় আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান গতকাল মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চট্টগ্রামের উপজেলাগুলো এবং নগর সবখানে অর্থাৎ পুরো চট্টগ্রাম জেলায় বুধবার ও বৃহস্পতিবার কারফিউ ৯ ঘণ্টা শিথিল থাকবে।
গতকাল দুপুরে নগরীর দামপাড়ার বাস কাউন্টার পরিদর্শনে যান জেলা প্রশাসক। সেখানে বাস কাউন্টারের কর্মকর্তা এবং যাত্রীদের সাথে তিনি কথা বলেন। এরপর সার্বিক পরিস্থিতি বিষয়ে গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম জেলা শান্ত রয়েছে। বিজিএমইএর সকল ফ্যাক্টরি খুলেছে। সোমবার রাতের বেলা থেকে কাজ শুরু করেছে। অন্যান্য ফ্যাক্টরি যেমন কেইপিজেড, কর্ণফুলী ইপিজেড, কোরিয়ান ইপিজেড খোলা হয়েছে। শ্রমিকরা কাজ করা শুরু করেছে। রাত ৯টা–১০টা পর্যন্ত ফ্যাক্টরি চালাতে কোনো সমস্যা নেই। সকাল ৬–৮টার সময়ও কোনো সমস্যা নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করে গার্মেন্টস মালিকরা তাদের কার্যক্রম শুরু করেছেন। ফ্যাক্টরিতে যারা কাজ করবে আইডি কার্ড সাথে রাখবে। এই আইডি কার্ড পাস হিসেবে কাজ করবে। তাদের কোনো সমস্যা থাকবে না।
জেলা প্রশাসক বলেন, দামপাড়া বাস কাউন্টারগুলোর সাথে কথা হয়েছে। এখান থেকে অনেকগুলো বাস ছেড়ে গেছে। যাত্রীদের সাথেও কথা বলেছি। আমি যাত্রীদেরকে আশ্বস্ত করেছি। চট্টগ্রাম থেকে ফেনী, কুমিল্লা হয়ে ঢাকা পর্যন্ত বাস পৌঁছে দেওয়ার জন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, নগর পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহযোগিতা করছে। নির্ভয়ে যাতায়াত করতে পারবে যাত্রীরা। কক্সবাজার থেকে বেশ কিছু যাত্রী প্রায় ৫০টি বাসে করে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। আইনশৃক্সখলা বাহিনী বাসগুলোকে সহযোগিতা করছে। ইতিমধ্যে বাসগুলো চট্টগ্রাম অতিক্রম করেছে। আমরা আশা করছি, শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com