বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন

স্বাচিপ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ রাশেদ আল মামুন, সাধারণ সম্পাদক ডাঃ কাওসার হামিদ

সালাম হোসেন,প্রতিনিধি।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ রাশেদ আল মামুন ও সাধারণ সম্পাদক ডাঃ কাওসার হামিদ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলজী পার্কে (স্বাচিপ)’র যশোর, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ ৯টি জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র ঝিনাইদহ জেলার সভাপতি ডাঃ রাশেদ আল মামুন ও সাধারণ সম্পাদক ডাঃ কাওসার কে নির্বাচিত করেন। সম্মেলন প্রস্তুতি কমিটির স্বাচিপ যশোর জেলা আহবায়ক ডাঃ এম এ বাশার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল এ্যাসেসিয়েশনের সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোঃ জামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম. রুহুল হক, (স্বাচিপ)’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান মিলন, যশোর-২ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডাঃ আবু সালেহ্ মোহাম্মাদ নাজমুল হক সহ অনান্যারা। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র ঝিনাইদহ জেলার সভাপতি ডাঃ রাশেদ আল মামুন ও সাধারণ সম্পাদক ডাঃ কাওসার হামিদ নির্বাচিত হওয়ায় তাদের প্রাশঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চিকিৎসকসহ নানা শ্রেণী পেশার মানুষ।

খবরটি শেয়ার করুন

© All rights reserved © 2024 thedailyagnishikha.com
Design & Developed BY Hostitbd.Com