শ্রীপুরে নজরুলের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন।
গাজীপুর প্রতিনিধি ; শ্রীপুর উপজেলা বরমী ইউপি সদস্য মোঃ নজরুল ইস লামের বিরুদ্ধে গত শুক্রবার বিকেলে শ্রীপুর বরমী মহাসড়কে একটি মানববন্ধন করেন এলাকাবাসী। এ বিষয়ে এলাকার শারমিন সুলতানা সুমি শ্রীপুর মডেল থানার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায় , এলাকার, নিরীহ লোকজন নজরুল মেম্বার এর কাছে বিচারের জন্য গেলে, বিচার তো পায় নাই উপরন্ত বিচারপ্রার্থীদের লাঞ্ছিত হতে হয়। উল্লেখ্য গ্রামের অসহায় সজীব মিয়ার একটি নালিশি বিষয় নিয়ে গত ৭ জুলাই উক্ত নজরুল মেম্বার এর কাছে গেলে, কিছু বুঝে ওঠার আগেই বাঁদিকে চুলের মুঠি ধরে টানা হেচড়া করে তার শ্রীলতাহানি করে। এ সময় বাদীর বড় ভাই মাসুদ রানা ও চাচা জাহাঙ্গীর আলম কেউ মেম্বার মারধর করে, এমতাবস্থায় চৌকিদার বাবুল তাদের রক্ষা করে। এ বিষয়ে মেম্বার এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি মিথ্যা বলে এড়িয়ে দেন। বাদীর অভিযোগ বিবাদী একজন জনপ্রতিনিধি...