কোটা আন্দোলনে ছাত্রদলের ক্যাডারদেরও দেখেছি:সাদ্দাম
- Update Time : 01:46:10 pm, Saturday, 13 July 2024
- / 269 Time View
অনলাইন ডেস্ক:-
রাজনৈতিক মনযোগ আকর্ষণের জন্য শাহবাগে কোটা নিয়ে আন্দোলন চলছে মন্তব্য করে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন,কোটা আন্দোলনে ছাত্রদলের ক্যাডারদেরও দেখেছি, এখানে সন্ত্রাসীদের গেট টুগেদার হয়েছে।
শনিবার বিকেলে সরকারি চাকরিতে ‘কোটা’ ইস্যু নিয়ে শিক্ষার্থীদের প্রস্তাবনা সংগ্রহ, বিভিন্ন তথ্য-উপাত্ত সংবলিত লিফলেট বিতরণ, উন্মুক্ত আলাপন, যৌক্তিক উপায় নেওয়া এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করার জন্য ‘পলিসি অ্যাডভোকেসি ও ‘ডোর টু ডোর ক্যাম্পেইনের ওপর আলোকপাতের উদ্দেশ্যে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সাদ্দাম বলেন, পলিটিক্যাল এটেনশন সিকিংয়ের জন্য শাহবাগে আন্দোলন হচ্ছে, ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এই কোটা আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত করা হয়েছে। এখানে সন্ত্রাসীদের গেট টুগেদার হয়েছে। আমরা সেখানে ছাত্রদলের ক্যাডারদেরও দেখেছি।
তিনি আরও বলেন, মানুষকে টোকাই বলা মেধার পরিচয় না। তাদের মূল লক্ষ্য রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন। তারা বিএনপি-জামায়াতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। আন্দোলনকারীদের ভাব দেখে মনে হচ্ছে তারা বোকার স্বর্গে বসবাস করছে, মেধার স্বর্গে নয়।
২০১৮ সালে কোটা নিয়ে আন্দোলনকারীদের একজনও বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বলেও জানানন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ।






















