আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে এমপি আলাউদ্দিন নাসিমের স্ত্রীর বাঁক বিকণ্ডা
- Update Time : 12:26:59 pm, Wednesday, 10 July 2024
- / 298 Time View
নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে বাঁক বিকণ্ডায় জড়িয়েছেন ফেনী-১ আসনের এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের স্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. জাহানারা আরজু।
তিনি আজ রাজধানীর শাহবাগে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাঁক বিকণ্ডায় জড়িয়ে পড়েন।
এসময় ডা. জাহানারা আরজু আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জামায়াত শিবির বলে গালি দেন। এ সময় শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ করতে থাকে।
এই বাঁক বিকণ্ডার ভিডিও ধারণ ও ছবি তুলতে গিয়ে তার হুমকির শিকার হন গণমাধ্যম কর্মীরা।
তিনি সাংবাদিকদের তাদের প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের হুমকি দেন।
এসময় সেখানে উপস্থিত শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন।


























