নাটোরে মিনি কক্সবাজারে চালু হলো দি ওয়েসিজ হোটেল
- Update Time : 08:25:51 am, Monday, 8 July 2024
- / 321 Time View
নাটোরের নলডাঙ্গার মিনি কক্সবাজার খ্যাত পাটুল বিল এলাকায় চালু করা হয়েছে বিনোদন ও ভ্রমন পিপাসুদের জন্য দি ওয়েসিজ হোটেল এন্ড রেস্টুরেন্ট। রোববার দুপুরে নাটোর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল প্রধান অতিথি হিসেবে এই রির্সোটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আশফাকুল ইসলাম।
উদ্বোধনশেষে আমন্ত্রিত অতিথিদের জন্য মধ্যান্যভোজের আয়োজন সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।























