লোহার টুং টাং শব্দে সরগরম কামারপাড়া
সালাম হোসেন,ঝিনাইদহ। ক্ষুদ্র লৌহজাত শিল্পের ওপর নির্ভরশীল পেশাদার কামাররা।মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তর অনুষ্ঠান পবিত্র ঈদ-উল আযহা।পবিত্র ঈদ উল আযহার বাকি আর মাত্র কয়েকদিন।মধ্যপ্রাচ্যের চাঁদ দেখা অনুযায়ী এবং দেশের চাঁদ দেখা অনুযায়ী আগামী ১৭ জুন পবিত্র ঈদ-উল আযহা।ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে ঝিনাইদহ জেলার কামার শিল্পের কারিগররা।কোরবানির পশু জবাই করা ও মাংস কাটার জন্য চাপাতি, ছুরি ও বটির কদর বেড়েছে।তাই এসব সরঞ্জাম তৈরি মেরামত ও বিক্রিতে সরগরম কামারপাড়া।ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাতুড়ির টুং টাং শব্দে সরগরম করে তুলেছেন বিভিন্ন জায়গায় কামাররা।কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন, দা,ছুরি,বটি,চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্রপাতি।কেউ এসেছেন পুরাতন দা,ছুরি,বটি,মেরামত করতে,কেউবা ধার দিতে আবার কেউ কিনছেন নতুন এসব সরঞ্জাম।কামাররা বলছেন,সারা বছর তেমন আয় রোজগার থাকে না,কোরবানির ঈদের আগে তাদের আয় বাড়ে।ঝিনাইদহ জেলার বিভিন্ন হাট বাজারে কামারদের দম ফেলার সময় নেই।পশু জবাই করার সরঞ্জাম...