ঈদে তিন দিনের ব্যান্ডসংগীতের অনুষ্ঠান
- Update Time : 08:14:39 am, Tuesday, 11 June 2024
- / 332 Time View
ঈদুল আজহায় নানা ধরনের আয়োজন নিয়ে হাজির হচ্ছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। এর মধ্যে বাদ যায়নি বিটিভিও।নানা ধরনের অনুষ্ঠান নিয়ে সাজানো হয়েছে তাদের ঈদ অনুষ্ঠানমালা।
এর মধ্যে ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে তিন পর্বের বিশেষ ব্যান্ডসংগীতের অনুষ্ঠান। ঈদের টানা তিন দিন উপভোগ করা যাবে এটি। তিন দিনের এই আয়োজনে অংশ নেবে দেশের বেশ কয়েকটি বড় ব্যান্ড। তারা তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবে।
জানা যায়, সাহরিয়ার হাসানের প্রযোজনায় ও শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় ঈদের দিন সংগীত পরিবেশন করবে ডিফরেন্ট টাচ, নকশীকাঁথা, হ্যালো, দূরবীন ও বিজয়।
ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন অনুষ্ঠানটি প্রচার হবে ইয়াসির আরাফাতের প্রযোজনায় ও মোমরেজ মাহমুদের উপস্থাপনায় নকীব খান এবং ওয়ারফেজ, পেন্টাগন, ব্ল্যাক ও লেভেল ফাইভের গান।

























